সাফাই কর্মীদের জন্য মাস্ক, গ্লাভস ইত্যাদি তুলে দিল বারাসাতের দশম শ্রেণীর এক ছাত্রী
সৌভিক সরকার, নিউজ অনলাইন: পৌরসভার সাফাই কর্মীদের উদ্দেশ্যে মাসক, গ্লাভস, টুপি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বারাসাত গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী পেরনা সমাদ্দার।
বারাসত গার্লস হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী সে তার নিজের জমানো এবং কন্যাশ্রীর টাকা দিয়ে ৫০ পেয়ার মাস্ক, গ্লাভস ও টুপি, কিনে পৌরসভার সাফাই কর্মীদের দেওয়ার উদ্দেশ্যে তুলে দিলেন বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখার্জী হাতে তুলে দিলেন। করোনা পরিস্থিতির মধ্যেও পৌরসভা সাফাই কর্মীরা প্রতিনিয়ত কাজ করে চলেছে। এই পরিস্থিতির মধ্যেও পৌরসভার ওয়ার্ডগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাখতে সাহায্য করেছে। সেই সাফাই কর্মীরা সুস্থ থাকলে পরিবেশকে আরো স্বচ্ছ রাখতে পারবে সেই মানবিক কথা ভেবে দশম শ্রেণীর ছাত্রী মাক্স, হ্যান্ড গ্লাভস, ও ক্যাপ তুলে দেন পৌরসভার প্রশাসকের হাতে।
No comments