করোনা সংক্রমণ রুখতে উত্তর চকভবানী শ্মশান কালিবাড়ি কমিটির উদ্যোগে বিলি করা হল আর্সেনিক এলবাম-৩০
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট: করোনা সংক্রমণ রুখতে উত্তর চকভবানী শ্মশান কালি বাড়ি কমিটির উদ্যোগে জনগনের মধ্যে হোমিওপ্যাথি আর্সেনিক এলবাম ৩০ অসুধ বিনে পয়সায় বিলি করা হল।এই মহতি কার্যক্রমে বালুরঘাট শহরের বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎসক অর্পিতা মুন্সি উপস্থিত থেকে পুরো বিষয়টি পরিচালনা করেন।
উত্তর চকভবানী শ্মশান কালি বাড়ি কমিটির সদস্য সুবোধ দাস জানান তারা করোনার লকডাউন পরিস্থিতিতে অসহায় মানুষজনদের পাশে খাদ্য সামগ্রী বিলি করার পাশাপাশি প্রায় প্রতিদিন বেশ কিছু অসহায় মানুষজনদের রান্না করা খাবার খাওয়ানোর ব্যবস্থ্যা যেমন করেছিলাম। তার অংগ হিসেবে আমরা আজ করোনা সক্রমন যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য এই হোমিওপ্যাথি অসুধ মানুষজনদের মধ্যে বিলির ব্যবস্থ্যা করেছি। আগামীতে আমাদের কমিটি এরকম আর ও জনকল্যানকর কার্যে নিযুক্ত থাকবে বলে তিনি জানান।
No comments