পূর্ব মেদিনীপুরের ভগবানপুর-১ সিমুলিয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত ৫ বিজেপি কর্মী
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুরেের ভগবানপুর এর সিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এর বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের দুষ্কৃতীদের হামলার ঘটনায় গুরুতর আহত ৫ জনের মধ্যে ভগবানপুর ১ গ্রামীন মন্ডল সভাপতি স্বপন প্রধান সহ, পঞ্চায়েত সদস্য অশোক প্রামানিক , কর্মী শম্ভু বাগ এর অবস্থা অতি গুরুতর হওয়ায় তাদের ভগবানপুর গ্রামীন হাসপাতাল থেকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এনাদের প্রত্যেকেরই মাথায় আঘাত রয়েছে। খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে আসেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক ও এই সাংগঠনিক জেলার কর্মকর্তারা। নিজেরা তদারকি করে দ্রুত কর্মীদের চিকিৎসার ব্যাবস্থা করেন। রাতেই সবার সিটিস্ক্যান করা হয়েছে।
No comments