রেশন দুর্নীতি নিয়ে বাগুইহাটিতে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের
সৌভিক সরকার, নিউজ অনলাইন: রেশন দুর্নীতি নিয়ে বাগুইআটিতে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। ডাল সহ বিভিন্ন রেশনিং খাদ্য সামগ্রী সাধারণ মানুষ পাচ্ছে না। ঘোষণা অনুযায়ী সর্বস্তরের মানুষ রেশন পাচ্ছে না।রেশনের মাল খোলা বাজারে কালোবাজারি হচ্ছে। এমনই কিছু দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে আজ ভিআইপি রোডের বাগুইআটিতে ফুড এন্ড সাপ্লাইয়ের (রেশনিং) অফিসের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। প্রায় আধ ঘন্টা বিক্ষোভ দেখানোর পর রেশনিং অফিসারের কাছে ডেপুটেশন দেয় কংগ্রেস কর্মীরা।
কোভিড ১৯ ও আমফান ঝড়ে বিধ্বস্ত পরিস্থিতির পর সাধারণ মানুষের একমাত্র সহায়ক "রেশন ব্যবস্থা"। কিন্তু এখনও পর্যন্ত ডাল সহ বিভিন্ন রেশনিং খাদ্য সামগ্রী সাধারণ মানুষ পাচ্ছেন না।
( ২) ঘোষণা অনুযায়ী সর্বস্তরের মানুষ রেশন পাচ্ছে না। (৩) রেশনের মাল খোলা বাজারে কালো বাজারি হচ্ছে। রেশন দুর্নীতির প্রতিবাদে ভিআইপি রোডের বাগুইআটির ফুড এন্ড সাপ্লাইয়ের (রেশনিং) অফিসের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। প্রায় আধ ঘন্টা বিক্ষোভের পর রেশনিং অফিসারের কাছে ডেপুটেশন দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে। বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস (শহর) এর কার্যকরী সভাপতি সোমেশ্বর বাগুই, সাধারণ সম্পাদক শক্তি মৈত্র।
No comments