Recent comments

ads header

Breaking News

মেয়ের অন্নপ্রাশনে ৫০০ টি বৃক্ষরোপণ করলেন পাঁশকুড়ার মান্না দম্পতি

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: মেয়ের অন্নপ্রাশন সবাই পালন করে,তবে পাঁশকুড়ার মান্না দম্পতি ছোট্ট মেয়ের অন্নপ্রাশন পালন করলো একটু ব্যতিক্রমি ভাবেই।পাঁশকুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুসূদনবাড় এলাকার বাসিন্দা মহাদেব ও মুনমুন মান্না তাদের প্রথম কন্যা সন্তানের অন্নপ্রাশনের দিনটি পালন করলো ৫০০ টি চারাগাছ লাগিয়ে।পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুল চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে আম,বট,অশথ্ব,পাকুড়,জাম,কাঁঠাল সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।কন্যার পিতা মহাদেব মান্না পেশায় শিক্ষক,তিনি তাঁর প্রথম কন্যা সন্তান জন্মানোয় রীতিমতোই খুশি।পাশাপাশি কন্যাসন্তানের অন্নপ্রাশন করার পরিকল্পনা ছিলো বহু আগে থেকেই।কিন্তু বাদসেধেছে করোনা ভাইরাস।তাই সমস্ত অনুষ্ঠান কাটছাঁট করে,অন্নপ্রাশনের যাবতীয় খরচ বহন করলেন এই ব্যতিক্রমি চিন্তাভাবনার মধ্যদিয়ে।তিনি জানান,সম্প্রতি আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য গাছ।পাশাপাশি সমস্ত জায়গায় যেভাবে প্রকৃতির কোল থেকে গাছ নিধন চলছে,তাতেকরে আগামী পৃথিবীর ভবিষ্যত অনেক প্রশ্নচিহ্নের মুখে।তাই আগামীদিন সন্তানদের কাছে সুস্থ পৃথিবী গড়ার অঙ্গিকার নিয়েই তাঁদের এই প্রয়াস।এদিনের এই বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেক সমীরুদ্দিন,পাঁশকুড়া বি.বি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সাধন ঘোষ,শিক্ষক মানস দাস,প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন দাশঠাকুর সহ পাঁশকুড়া থানার পুলিশ আধিকারিকেরা।

No comments