লকডাউনের জেরে মাইক ব্যবসায়ীরা সম্পুর্ন কর্মহীন
শিব শঙ্কর চ্যাটার্জি, বালুরঘাট ৭ জুন ;করোনা সক্রমন রুখতে টানা তিনমাস লকডাউনের জেরে মাইক ব্যবসায়ীদের ভবিষ্যত আজ একেবারেই অন্ধকারে। সেদিকে তাকিয়েই আজ দক্ষিন দিনাজপুর জেলার মাইক ব্যবসায়ীরা তাদের বেচে থাকার পন্থা নিয়ে আলোচনা করতে বালুরঘাট শহরে এক আলোচনা চক্রে মিলিত হন।তাঁদের দাবি, সেই ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষার ১৫ দিন আগে থেকেই মাইক ব্যবহার বন্ধ হয়ে আছে। মাধ্যমিক পরীক্ষা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত টানা মাইক ব্যবহার বন্ধ ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এবার করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে সামাজিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ফলে মাইক ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে এই ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ী ও তার সাথে যুক্ত প্রচুর কর্মীগন আজ দিন গুজরান করতে পদে পদে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। টানা তিনমাসের বেশি সময়ে বন্ধ থাকার জেরে বহু মাইক ব্যবসায়ীর মাইকের বিভিন্ন যন্ত্রপাতি পড়ে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ধুলোর আস্তরণ জমে হাজার হাজার টাকায় অ্যামপ্লিফায়ার, সাউন্ড সিস্টেম সহ অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় মাইক ব্যবসায়ীরা অনেকেই যন্ত্রপাতি কেনার জন্য ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের কিস্তির টাকাও সময় মতো এখন জমা দিতে পারছেন না।
অনেকেই বাধ্য হয়ে অন্য পেশার দিকে চলে যাচ্ছেন। আমাদের মনে হয়, মাইক ব্যবসায়ীদের বাঁচাতে সরকারে এগিয়ে আসা দরকার।সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার সাংস্কৃতিক, রাজনৈতিক সভা, বিয়ে, অন্নপ্রাশন ও অনুষ্ঠানের শোভাযাত্রার অনুমতি দিলে আমরা বাঁচতে পারব। নইলে আমাদের পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে বলে তাদের অভিযোগ ।
No comments