বালুরঘাট শহরে চিনা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামলেন শিক্ষক ও শিক্ষা কর্মী সংগঠন
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট ২০ জুন ; চিনা অগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবার পথে নামলেন শিক্ষক ও শিক্ষা কর্মী সংগঠন। আজ বালুরঘাট শহরের থানা মোড়ে বংগীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংগঠনের ডাকে চিনা অগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চিনের প্রেসিডেন্টের কুশপুতল পোড়ানোর পাশাপাশি চিনা পন্য ব্যবহার বর্জনের ডাক দেয় তারা। এছাড়াও দেশকে রক্ষা করতে গিয়ে যে সব বীর জওয়ান শহিদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানান তারা। তাদের মুখে চিনা সৈন্য দূর হটো থেকে ভারত মাতার জয় ধ্বনির মত স্লোগান দিতে দেখা যায়।
No comments