Breaking News

শিলিগুড়িতে নতুন করে করোনায় আক্রান্ত চার

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: 
রবিবার শহর শিলিগুড়ি ও  শহরতলিতে নতুন করে চার জন করোনা আক্রান্তের হদিস মিলল। জানা গিয়েছে দুজন কাওয়াখালির সরকার অধিগৃহীত ডিসান সারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং সেখানেই লালারসের নমুনা পরীক্ষায় পসিটিভ আসে। দুজনের মধ্যে একজনের বয়স ১৬ এবং অন্যজনের বয়স ২০ বছর। ফাঁসিদেওয়ায় কালু জোতের বাসিন্দা ২০ বছরের ওই যুবক মহারাষ্ট্রের পুনে থেকে ফেরেন। তবে নকশালবাড়িতে যে আক্রান্ত তার কোন ট্রাভেল হিস্ট্রি নেই বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এর পাশাপাশি একজন বাগডোগরার বাসিন্দা অপরজন কদমতলার বাসিন্দা।মেডিক্যাল সূত্রে জানা গেছে বাগডোগরার ওই প্রসূতি সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাঁর লালার নমুনা সংগ্রহ করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। এই বিষয়ে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল সুপার কৌশিক সমাজদার বলেন ওই প্রসূতিকে মেডিক্যালেই রয়েছেন। এবং পরবর্তীতে তাঁকে স্থানান্তরিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

No comments