CPIM কাঁচরাপাড়া ও হালিশহর এরিয়া কমিটির পক্ষ থেকে রেশন ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে ডেপুটেশন দেওয়া হল রেশনিং অফিসারের কাছে
নিউজ অনলাইন: CPIM কাঁচরাপাড়া ও হালিশহর এরিয়া কমিটির পক্ষ থেকে রেশন ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে ডেপুটেশন দেেওয়া হল রেশনিং অফিসারের কাছে। কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যে সকল উপভোক্তাগন ডিজিটাল রেশন কার্ড পাননি এবং ফুড কুপনও পাননি ফলে রেশন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রাথমিকভাবে কাঁচরাপাড়ার ৬৯২ জন উপভোক্তা এবং হালিশহরের ৩৬৯জন উপভোক্তার নাম,গৃহকর্তার নাম, ঠিকানা, আধার নং,মোবাইল নং এবং রেশন দোকানের নং সহ বিস্তৃত তালিকা হালিশহরস্থিত বীজপুরের রেশন অধিকর্তার নিকট এদিন প্রদান করা হয়। তৎসহ বীজপুর অঞ্চলে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের রেশন দেওয়া এবং চাল গম ডাল সহ বিভিন্ন সামগ্রী বিনামূল্যে দেওয়ার জন্য দাবী জানানো হয়। দাবীগুলি নিয়ে মাননীয়া অধিকর্তা অতিদ্রুত যথাসম্ভব নিরসনের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ১৯ তারিখ বিষয়ে পুনরায় অধিকর্তার নিকট যাওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় বাম নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমঃ দেবাশিস রক্ষিত, গোলাব চৌহান,অসীম শীল,দেবর্ষি সোম,রুপঙ্কর বসু সহ যুব নেতৃত্ববৃন্দ।
নিম্নে ডেপুটেশনের কপি এবং নামের তালিকা দেওয়া হল।
No comments