১০ দিন নিখোঁজ থাকার পর কিশোরের পচাগলা মৃতদেহ উদ্ধার মেমারির পালসিট এলাকায়
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: গত ১৭ ই মে বন্ধুদের সাথে পাবজী গেম খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি বাড়ির ছেলে। অবশেষে আর বাড়িও ফেরা হলোনা তার। এবং এবার বাড়ি ফিরবে সে মৃত লাশ হয়ে।
জানা গেছে গত ১৭ ই মে পূর্ব বর্ধমান জেলার, মেমারির, করোন্ডা গ্রামের ১৬ বছরের কিশোর শুভ মন্ডল কে পাবজী গেম খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শুভর কিছু বন্ধুরা।
আর এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় ১৬ বছরের কিশোর শুভ মন্ডল।
এর পর বহু খোঁজাখুঁজির পরেও শুভর কোনো সন্ধান না পেয়ে শুভর পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডাইরি করা হয় মেমারি থানায়।
মেমারি থানার পুলিশ ও বহু চেষ্টা করে শুভকে খুঁজে বের করার। কিন্তু খুঁজে না পেয়ে শুভর কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মেমারি থানার পুলিশ।
তাঁদেরকে পুলিশ প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করার পর আশংকা করেছিলেন খুন হয়ে থাকতে পারে শুভ।
অবশেষে আজ সকালের দিকে মেমারির পালসিট এলাকার কানারবাঁধ এলাকা থেকে একটি একটি পচাগলা মৃতদেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ।
উদ্ধার হওয়া মৃতদেহ নিখোঁজ থাকা শুভ মন্ডলের বলে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিস্তারিত তদন্ত করছেন মেমারি থানার পুলিশ।
No comments