ফের একবার অশোকনগরে করোনা পজিটিভ
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
উত্তর 24 পরগনা অশোকনগর বিধানসভায় এ পর্যন্ত তিনজন করোনা আক্রান্ত।
পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের অস্থায়ী বাসিন্দার করোনায় আক্রান্ত হওয়া চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, কলকাতা পুলিশে তমাল বিশ্বাস নামে ওই যুবক কর্মরত গোপালনগর এর বাসিন্দা। অশোকনগর কল্যাণগড় পৌরসভা কুড়ি নম্বর এজি কলোনিতে তার শ্বশুরবাড়ি। হাওড়াতে ডিউটি করার সময় শারীরিক অসুস্থতা বোধ হয়। এবং তাকে হোম কয়েন্টানে পাঠানো হয়। এরপর তিনি অশোকনগরে চলে আসেন এবং ঘরের ভেতরেই থাকেন। 3 দিন আগে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তিনি কলকাতার আইডি হাসপাতালে ভর্তি হন। এরপর তার রক্তের নমুনা পরীক্ষা করায়, করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এরপরই দমকল ও পুলিশকর্মীরা তমাল বাবু শশুর বাড়ি যান। স্যনিটাইজেশন শুরু করা হয়। এবং পরিবারের বাকি সদস্যদের হোম কয়েন্টিনে পাঠানোয়
No comments