পূর্ব মেদিনীপুরের শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের কর্মীদের উদ্যোগে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়া হল অনুদান
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ সকালে শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের স্টাফের পক্ষ থেকে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহপ্রধান শিক্ষক শুভঙ্কর দত্ত ও স্টাফ কাউন্সিল সম্পাদক সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য কয়েকজন শিক্ষক- শিক্ষিকা সহ পাঁশকুড়া-১ সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে মুখ্যমন্ত্রীর করোনা ত্রান তহবিলের জন্য একদিনের বেতন বাবদ মোট ₹৮৭০০০.০০টাকার ডিমান্ড ড্রাফ্ট তুলেদেন। বিদ্যালয়ের পক্ষ থেকে এও জানানো হয় সহকর্মীবৃন্দ এলাকা ভিত্তিক সাধ্যমত ত্রান বিলি করছেন।বিদ্যালয় খুললে ছাত্র ছাত্রীদের হাতে কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার কথা জানালেন গোলাম বাবু। এছাড়া শুভঙ্কর বাবু জানালেন এরমধ্যেই ছাত্রদের জন্য ই-ক্লাস চালুকরা হয়েছে। বর্ষীয়ান শিক্ষক গৌতম বোস মহাশয়কে দিয়ে ই-ক্লাস উদ্বোধন করা হয়েছে।
No comments