কোলাঘাট ব্লকের ভোগপুরে কোলাঘাট পঞ্চায়েত সমিতি ও ভোগপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ কোলাঘাট ব্লকের ভোগপুরে কোলাঘাট পঞ্চায়েত সমিতি ও ভোগপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ সহায়তায় এলাকার ৩০০ দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হলো খাদ্যসামগ্রী।এদিন এই খাদ্যসামগ্রী তুলে দেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া।এছাড়াও উপস্থিত ছিলেন ভোগপুর গ্রামপঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।এদিন তপন বাবু জানান,লকডাউন পরবর্তী সময়ে অনেক মানুষ কষ্টে দিনকাটাচ্ছেন।স্থানীয় এলাকার এইসমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির এই বিশেষ উদ্যোগ।
No comments