হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি আস্ত মাটির বাড়ি
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
পূর্ব বর্ধমান জেলার গলসি ২ নং ব্লকের খেতুড়াতে আচমকা ভেঙে পড়ল একটি আস্ত মাটির বাড়ি। আর তার নিচে চাপা পড়ল বাড়ির সমস্ত আসবাবপত্র। তবে কোন প্রান হানির ঘটনা ঘটেনি। পত্যক্ষদর্শীরা জানান কিছুদিন আগে আমফানের ঝড়ে বাড়ির ভীত নরে যায়। তারপর থেকে অন্যত্র থাকার জন্য বাড়ি খুজছিলেন সাকিলা সেখ। তবে শেষ প্রযন্ত থাকার জন্য বাড়ি যোগার হলেও। আজ সকালে হঠাৎ ওই বাড়িটি ভেঙে পড়ে। এর বলে আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবী সাকিলা সেখের। পাশাপাশি দুটি মোটর সাইকেল ও একটি সাইকেলের ও বেশ ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এই ব্যাপারে গলসি ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী বলেন প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ভাবে সাহায্য করা হবে বিধবা ঐ মহিলাকে।
No comments