অনলাইনে আবেদন করতে হবে প্রচেষ্টা প্রকল্পে টাকা পাওয়ার জন্য
নিউজ অনলাইন: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য এককালীন ১০০০ টাকা করে দেবে বলে ঘোষণা করেছে দেশের এই দুর্যোগ পরিস্থিতিতে। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে প্রচেষ্টা প্রকল্প। প্রথমে অফলাইনে আবেদন শুরু হলেও, বেশ কিছু কারণ বসত সেটি বন্ধ হয়ে যায়। এবার পুনরায় সেটি চালু হবে আগামী ৪ঠা মে থেকে। তবে সম্পুর্ন প্রক্রিয়াটি হবে অনলাইনে। আসুন দেখে নিই কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রচেষ্টা' প্রকল্প
আবেদন আগামী 4.5.2020 থেকে প্লে স্টোর থেকে বা https://prachestawb.in website থেকে অ্যাপস ডাউনলোড করে আবেদন করতে হবে...
প্রচেষ্টা প্রকল্পের নতুন নির্দেশিকা----
১) আবেদনকারীকে পরিবারের একা রোজগেরে হতে হবে।
২) আবেদনকারীকে সরকারি বা বেসরকারি চাকরীজীবী হওয়া চলবে না।
৩) আবেদনকারী যদি রাজ্যের কোনও পেনশন স্কিমের সাথে যুক্ত থাকে, তবে সে গ্রাহ্য হবে না।
৪) আবেদনকারীর সামাজিক সুরক্ষা যোজনায় নাম থাকলে না সুবিধাভোগী হলে সে গ্রাহ্য হবে না।
৫) আবেদনকারী MGNREGA তে নথিভুক্ত হয়ে থাকলে, সে গ্রাহ্য হবে না।
৬) আবেদনকারী কৃষিকাজের সহিত যুক্ত থাকলে সে গ্রাহ্য হবে না।
৭) পরিবারের যে কোনও একজন ব্যক্তি এই টাকা পাবে, সবাই নয়।
8) আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে।
## দরখাস্ত কিভাবে করবেনঃ
১) আবেদনকারীকে *শুধুমাত্র অনলাইনে* *প্রচেষ্টা* (Prachesta app) অ্যাপ দ্বারা আবেদন করতে হবে। *অফলাইনে কোনো আবেদন পত্র গৃহীত হবে না।*
#প্রচেষ্টা অ্যাপ টি গুগল প্লে স্টোর থেকে আগামী সোমবার (04/05/2020) পরে ডাউনলোড করা যাবে।।
২) নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে ।
৩) ভোটার কার্ডের নং, ডিজিটাল রেশন কার্ডের নং এবং আধার কার্ডের নং দিতে হবে ।
৪) ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে ।
৫) মোবাইল নং দিতে হবে ।
৬) ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, Account নং এবং IFS কোড সতর্কতার সাথে ঠিকভাবে পূরণ করতে হবে ।
৭) দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের ক্যান্সেল চেক বা ব্যাঙ্কের Account বই এর প্রথম পাতা যেখানে নাম, Account নং এবং IFS কোড ইত্যাদি আছে- এই চারটি ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে ।
## একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু মাত্র একজন আবেদনকারীর জন্যই প্রযোজ্য।
আবেদন করার শেষ তারিখ ১৫ ই মে।
No comments