দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার মাঝ সীমান্তে মহানন্দা নদীতে ভেসে উঠল একটি মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
রবিবার দার্জিলিং জেলা ও উওরদিনাজপুর জেলার মাঝ সীমান্তে মহানন্দা নদীতে ভেসে উঠল একটি মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন স্থানীয়রা প্রথমে ওই মৃতদেহটি নদীতে ভাসতে দেখে। এর পরেই স্থানীয়রা তরীঘরী খবর দেন ফাঁসিদেওয়া থানার পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ এসে দেখতে পান যে ওই এলাকাটি চোপড়া থানার মধ্যে পড়ে। এবং সাথে সাথে খবর দেন চোপড়া থানায়। তবে এখনও পর্যন্ত চোপড়া থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন এখনও পর্যন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়নি।
No comments