করোনা আতঙ্কে আত্মঘাতী হলেন এক সিআরপিএফ কর্মী
নিউজ অনলাইন : "আমার ভয় করছে, আমার মনে হয় আমি করোনায় আক্রান্ত হয়েছি", এরকমই দুটি লাইন লিখে মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার মাত্তন এলাকায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক সিআরপিএফ সাব ইন্সপেক্টর। সিআরপিএফ সূত্রে খবর মৃত ওই সাব ইন্সপেক্টরের নাম ফতে সিং, বাড়ি রাজস্থানের জয়সলমিরে। তিনি সিআরপিএফ এর ৪৯ ব্যাটালিয়নে কাশ্মীরের অনন্তনাগ জেলার মাত্তন এলাকার আকুরা তে কর্মরত ছিলেন। যদিও সিআরপিএফ এর এক আধিকারিকের বক্তব্য, " এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, মৃত সাব ইন্সপেক্টর করোনায় আক্রান্ত ছিলেন। সঠিক রিপোর্ট আসার পরে এটা বলা সম্ভব হবে, যে তিনি সত্যি করোনায় আক্রান্ত ছিলেন কিনা?
সৌজন্যে : এশিয়া নিউজ
No comments