Breaking News

বৃহস্পতিবার দুপুরের কালবৈশাখীতে প্রচুর ক্ষয়ক্ষতি দক্ষিণ দিনাজপুর জেলায়

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট ৭ মে ; বৃহষ্পতিবার দুপুরে কাল বৈশাখীর ঝড়ের দাপটে দক্ষিন দিনাজপুর জেলার বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  যদিও প্রশাসনের তরফে এখনও এই নিয়ে কোন মন্তব্য করা হয়নি। কেননা এখনও তাদের কাছে কোন রিপোর্ট এসে পৌছয় নি। 

তবে ঝড়ের গতিবেগ আজ প্রবল থাকায় ও সংগে  বৃষ্টি চলায় বালুরঘাট শহর সংলগ্ন আশ পাশের গ্রাম  বোয়ালদার,  খাসপুর,  দেবীপুর,  হৃদয়পুর গ্রাম গুলির থেকে বেশ কিছু টিনের  বাড়ি  ঘর উড়িয়ে নিয়ে যাওয়ার খবর অসমর্থিত সংবাদমধ্যমের কাছে এসে পৌছেছে।  ভেংগে পড়েছে বেশ কিছু গাছ। পাশাপাশি  বালুরঘাট শহরের হাইস্কুল ময়দানে লকডাউনের জন্য অস্থায়ীভাবে গড়ে তোলা বালুরঘাট পুরবাজারের  ঘর গুলি ভেংগে পড়েছে।  এছাড়াও বালুরঘাট শহরে প্রবেশের প্রধান বালুরঘাট - মালদা ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর গাছ ভেংগে পড়ে গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটেছে। যদিও খবর পেয়ে পিডাব্লিউ ডির কর্মীরা ওই গাছ কেটে সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার কাজে হাত লাগিয়েছে।

যদিও এক ঘন্টা হয়ে গেল এখনও প্রবল বৃষ্টি চলছে আকাশে মেঘের গর্জন রয়েছে তবে ঝড়ো বাতাস নেই ই বললেই চলে। জনজীবন আজকের কালবৈশাখী ঝড়ে ভালই বিপর্যস্ত হয়ে পড়েছে বালুরঘাট শহরের।

No comments