Recent comments

ads header

Breaking News

অর্থাভাবে টিটাগড়ের সানবীম বাণিজ্য প্রাইভেট লিমিটেড জুটমিলের সামনে বিক্ষোভ কর্মীদের

সৌভিক সরকার, নিউজ অনলাইন: লকডাউন এর পর থেকেই বন্ধ রয়েছে টিটাগড়ের সানবীম বাণিজ্য প্রাইভেট লিমিটেড জুটমিল। সেই জুটমিলে এবার শ্রমিক বিক্ষোভ। লকডাউনের পরে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল কলকারখানা কর্তৃপক্ষেরা যাতে শ্রমিকদেরকে তাদের বকেয়া বেতন দিতে থাকেন। সে বিষয়ে কিন্তু এই জুটমিলের কতৃপক্ষ শ্রমিকদেরকে লকডাউনের শুরুতে ২০০০ টাকা করে অগ্রিম  দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেটাও আর পায়নি শ্রমিকরা। এরপরেই শ্রমিকদের তরফ থেকে দাবি তোলা হয় তাদেরকে অগ্রিম না দিলে অন্তত তাদের নিজেদের জমানো প্রভিডেন্ট ফান্ডের টাকার থেকে ১০ হাজার টাকা করে তাদেরকে দেওয়া হোক এই মূহুর্তে সংসার চালাতে। এই বিষয় নিয়ে শ্রমিকরা মালিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ইউনিয়ন মারফত সেইসময় ঠিক করা হয় দশ হাজার টাকা নয় পাঁচ হাজার টাকা করে একজন শ্রমিককে পিএফের টাকা থেকে অগ্রিম টাকা হিসেেবেে দেেওয়া হবে।

No comments