Recent comments

ads header

Breaking News

ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়

সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ। ফলে বিভিন্ন স্কুল কলেজ প্রাইভেট টিউটর গুলির অনলাইন স্টাডি সম্পূর্ণ বিপর্যস্ত। বিপর্যস্ত অনলাইন মার্কেটিং ব্যাংক ও কম্পিউটার সংক্রান্ত যাবতীয় পরিষেবা। স্কুল-কলেজের তরফে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী দ্বারস্থ হয়েছেন ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলেই। উল্লেখ্য হুগলির একটি অঞ্চলে গোষ্ঠী সংঘর্ষের জেরে আগাম সর্তকতা মূলক ব্যবস্থা হিসেবে পুলিশ প্রশাসন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেন। যাতে সেই গোষ্ঠী সংঘর্ষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো ছড়িয়ে পড়তে না পারে। ফলত পুলিশ ও প্রশাসনের উদ্যোগে এক বিপর্যয় মোকাবিলা করতে গিয়ে অন্য বিপর্যয়ের সম্মুখীন হুগলি ও ব্যারাকপুর শিল্পাঞ্চলের হাজার হাজার ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষ।

No comments