Recent comments

ads header

Breaking News

প্রশাসনের উদ্যোগে দিঘা থেকে মুর্শিদাবাদ ফিরছে পরিযায়ী শ্রমিকরা

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: 
দীর্ঘ লকডাউনে আটকে পড়েছিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এবং লালগোলা এলাকার পরিযায়ী শ্রমিকরা পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দিঘায়। রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে দিঘা থানার পুলিশ পরিযায়ী শ্রমিকদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন। দিঘা ডিপো থেকে সরকারি বাসে পরিযায়ী শ্রমিকদের তোলা হয়। বাসে তোলার আগে প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের দিঘা থানার পুলিশ থার্মাল স্ক্রীনিং করেন, হাতে মাস্ক তুলে দেওয়া হয়, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা হয়।  দিঘা থেকে ৭৫ জন পরিযায়ী শ্রমিকরা মুর্শিদাবাদে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলো প্রশাসনের উদ্যোগে। কর্মসূত্রে রাজমিস্ত্রী ও হোটেলকর্মীর কাজ করতে পুরানো দিঘায় ও নতুন দিঘায়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো শ্রমিক দিঘায় এসেছিলো কাজ করতে। কাজ চলতে চলতে করোনা ভাইরাসের জন্য লকডাউন শুরু হয়ে যায় ফলে আটকে পড়ে তারা। একদিকে কাজ বন্ধ আরেক দিকে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। দিঘা এখন লকডাউনের জন্য নিস্তব্ধ। জনমানব শূন্য সুন্দরী দিঘা। কাজ না থাকার ফলে বাড়ি ফিরতে হচ্ছে শ্রমিকদের। জেলা প্রশাসন ও দিঘা থানার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই পরিযায়ী শ্রমিকদের নিজের বাড়িতে ফিরিতে দিতে পেরে প্রশাসন যেমন খুশি, তেমনি পরিযায়ী শ্রমিকরা বেজায় খুশি।

No comments