Recent comments

ads header

Breaking News

কোলাঘাট ব্লকের বড়িশা স্বামীজি একাডেমীর উদ্যোগে সচেতনতা কর্মসূচী


প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:  ইতিমধ্যেই করোনা মোকাবিলায় তৎপর হয়ে গিয়েছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এর পাশাপাশি এই ভাইরাসের মোকাবিলায় এগিয়ে এসেছে রাজ্যের বিভিন্ন ক্লাব সংগঠনে থেকে শুরু করে বিভিন্ন সমাজ সেবী সংগঠন। ইতিমধ্যেই রাজ্যের দুস্থ পরিবার থেকে শুরু করে কর্মহারা মানুষদের সুবিধার্থে এগিয়ে এসেছে এসব সংগঠন গুলি। এছাড়াও এলাকাকে সুরক্ষিত রাখতে এলাকাকে পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করা হচ্ছে।
 সেই লক্ষ্যে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত বড়িশা স্বামীজি একাডেমীর পক্ষ থেকে বড়িশা  এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করার উদ্যোগ নিল স্বামীজী একাডেমির সদস্যরা। এখানেই শেষ নয় বর্তমান ভাইরাসের সম্বন্ধে এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে। বিনা কারণে যাতে বাড়ির বাইরে না বেরোয় এলাকার মানুষ সেই বিষয় নিয়ে সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে এই সংগঠনের পক্ষ থেকে। আর এই উদ্যোগকে  যথেষ্ট সাধুবাদ জানিয়েছে এলাকার প্রশাসন সহ সমাজ সেবী মানুষেরা।

No comments