সুস্থ হয়ে বাড়ি ফিরল রায়না-২ ব্লকের আলমপুর গ্রামের করোনা আক্রান্ত যুবক
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: সুস্থ হয়ে বাড়ি ফিরলো পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার রায়না ২ ব্লকের আলমপুর গ্রামের করোনা আক্রান্ত যুবক।
এই ব্যাপারে রায়না ২এর বিডিও দীপ্যমান মজুমদার জানিয়েছেন, আলমপুরের সঞ্জয় মালিক নামে এক যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছিল, এবং রিপোর্ট এ জানা যায় সে কোভিড ১৯ এ আক্রান্ত। সাথে সাথে আমরা দুর্গাপুর সনকা কোভিড হাসপাতালে পাঠাই। এবং ঐ হাসপাতালে রিপোর্ট করার পর জানা যায় তার ভাইরাল লোড কমে গেছে এবং তার রিপোর্ট নেগেটিভ। ফলে তাকে ছেড়ে দেওয়া হয় সনকা হাসপাতাল থেকে। এখন ঐ যুবক সুস্থ আছে এবং বাড়িতেই আছে। তিনি আরও বলেন যে শারীরিক সক্ষমতার কারণেই দ্রুততার সাথে সফলতা পেয়েছে আক্রান্ত ঐ যুবক।
No comments