Recent comments

ads header

Breaking News

করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিল গ্রামীণ সম্পদ কর্মীরা

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: বর্তমানে ভি আর পি শব্দটা খুবই প্রচলিত একটা শব্দে পরিণত হয়েছে। ভি আর পি বা গ্রামীণ সম্পদ কর্মী হলো সেইসব সরকারি কর্মী, যাদের কাজ সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিট। এই ভি আর পি কর্মীরা শুধুমাত্র তাদের কর্ত্যবেই অবিচল থাকেনা। এই কর্মীরা মানবিকতার দিক দিয়েও শ্রেষ্ঠ। খুব সামান্য বেতনে কাজ করে থাকে ভি আর পি কর্মীরা।  এই সামান্য বেতন থেকে সংসার খরচা চালিয়েও লকডাউন এ কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 10, 000 টাকা মূল্যের একটি চেক পূর্ব বর্ধমানের রায়না 2 এর বি ডি ও দীপ্যমান মজুমদারের হাতে তুলে দিয়ে মানবিকতার পরিচয় স্থাপন করলো।

No comments