তমলুকের মানিককুন্ডি গ্রামে মিলন সংঘ ক্লাবে আগুন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার মানিককুন্ডি গ্রামে মিলন সংঘ নামে একটি ক্লাবে রাত দেড়টা নাগাদ কে বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।গ্রামবাসীদের অভিযোগ রাত দেড়টা নাগাদ হঠাৎই নজরে আসে ঘটনাটির।এরপর গ্রামের মানুষেরাই আগুন নেভানোর কাজে হাতলাগায়।তবে এই ক্লাবের ভেতর তিনটি গাড়ি ছিলো।একটি বাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়েযায়।এছাড়া একটি মালবাহী তিন চাকার গাড়ির ব্যপক ক্ষতি হয়েছে।তবে গ্রামবাসীদের প্রচেষ্টায় রাতেই আগুন নিয়ন্ত্রনে আসে।তমলুক থানায় এবিষয়ে অভিযোগ জানানো হয়।সকালে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে আসে।ঘটনাটি আদৌ কি হয়েছে, কোন প্রতিহিংসামূলক না সর্টসার্কিটের ফলে ঘটেছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।তবে এ ঘটনায় কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
No comments