দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিসে বসানো হল স্বয়ংক্রিয় স্যানিটাইজেশন যন্ত্র
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: করোনার সাথে দীর্ঘকালীন বোঝাপড়া করেই সাধারণ মানুষকে চলাফেরা করার কথা সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট। সেদিকে লক্ষ্য রেখেই এবার দক্ষিন দিনাজপুর জেলায় জেলার মধ্যে সর্বপ্রথম জেলা পুলিশ সুপারের অফিসে স্বয়ংক্রিয় স্যানিটাইজেশন যন্ত্র স্থাপন করলো জেলা পুলিশ। আজ বিকেলে জেলা পুলিশ সুপারের প্রধান কার্যালয়ের প্রবেশপথে এই স্বয়ংক্রিয় স্যানিটাইজেশন যন্ত্র বসানো হয়। জেলা পুলিশ দফতর সুত্রে জানা গেছে জেলার বিভিন্ন থানা থেকে প্রতিদিন বিভিন্ন কাজে পুলিশ অফিসাররা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে থাকেন।পাশাপাশি বিভিন্ন কাজেও সমাজের সর্বস্তরের মানুষজন তাদের প্রয়োজনেও জেলা পুলিশ কার্যালয়ে এসে থাকেন। সেদিকে লক্ষ্য রেখে করোনার সংক্রমণ যাতে জেলা পুলিশ অফিস চত্বরে ছড়িয়ে না পড়ে তার জন্য এই স্বয়ংক্রিয় স্যানিটাইজেশন যন্ত্র বসানো হয়েছে। যদিও লকডাউন শুরুর সাথে সামাজিক দুরত্ব বিধি মেনে চলার পাশাপাশি হাত স্যানিটাইজেশন করার কাজের পাশাপাশি মাস্ক পড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আবশ্যিকতা বজায় রাখার কাজ চালু ছিল। এর পাশাপাশি আজ থেকে এই স্বয়ংক্রিয় স্যানিটাইজেশন যন্ত্র চালু করা হলো জেলা পুলিশ সুপারের দফতরে। এখন থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যারা আসবেন তাদের অফিসে ঢোকার সময় ও কাজ সেরে বেরোনোর সময় এই স্বয়ংক্রিয় স্যানিটাইজেশন যন্ত্রের ভেতর দিয়ে যাতায়াত করতে হবে বলে জানা গেছে।
No comments