মদ ও জুয়া বন্ধের দাবীতে সোচ্চার বালুরঘাট থানার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের অযোধ্যার প্রমীলা বাহিনী
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: মদ ও জুয়া বন্ধের দাবীতে সোচ্চার বালুরঘাট থানার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের অযোধ্যার প্রমীলা বাহিনী। সোমবার বালুরঘাট থানায় মদ ও জুয়া বন্ধের দাবীতে লিখিত অভিযোগ দায়ের করে অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংগঠন। অযোধ্যা গ্রামের লোহাপারা এলাকায় মদে আসক্ত হচ্ছে যুব সমাজ। দীর্ঘদিন ধরেই মদ ও জুয়া বন্ধের আন্দোলন করে আসছে এলাকার মহিলারা। মাঝে এলাকায় মদ বন্ধ হলেও অভিযোগ লকডাউন পরিস্থিতিতে ফের রমরমিয়ে চলছে মদ ও জুয়ার ব্যবসা। রবিবার রাতে এলাকার মহিলারা মদের ঠেক বন্ধ করতে গেলে উল্টে তাদের উপরে বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় ব্যবসায়ীরা বলে অভিযোগ। ঘটনায় সোমবার দুপুরে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করে মহিলারা।
No comments