Recent comments

ads header

Breaking News

বারাসাতে বিক্ষোভ অবস্থান করতে গিয়ে জেলা কংগ্রেসের ৮ কর্মী গ্রেফতার

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
করোনার বিরুদ্ধে সঠিক উদ্যোগ না নিয়ে রাজ্যে রাজনীতি চলছে, চলছে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে চাপানউতোর ও প্রেমালাপ। উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বারাসাতে  বিক্ষোভ অবস্থান চলাকালীন এমনই বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেত্রী ইন্দ্রানী দত্ত চট্টোপাধ্যায়ের। তাঁর আরো অভিযোগ, খাদ্যমন্ত্রী জ্যোতি প্ৰিয় মল্লিক রেশন ব্যবস্থাকে দুর্নীতির আতুরঘর বানিয়ে তুলেছেন।  মঙ্গলবার  লকডাউন কার্যত  অমান্য করে একগুচ্ছ দাবী নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের কার্যালয় সংলগ্ন চত্বরে  অবস্থান-বিক্ষোভ  করা হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে।রাজ্যে ও জেলায় করোনার ৱ্যাপিড টেস্টিং হচ্ছে না অভিযোগ তোলে কংগ্রেস। রাজ্যে রেশনে দুর্নীতি ও খাদ্যের সুষম বন্টন হচ্ছে না সহ  রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন  অভিযোগ এদিন করা হয়   কংগ্রেসের পক্ষ থেকে। এছাড়াও  তিনমাসের বিদ্যুৎ বিল মকুব, ভিনরাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের ফিরিয়ে আনা সহ একগুচ্ছ দাবী তোলে বিক্ষোভকারীরা।   অনুমতি  না থাকার কারণে বারাসাত থানার আইসি দীপঙ্কর ভট্টাচাৰ্যের নেতৃত্বে পুলিশ  এসে কংগ্রেসের  বিক্ষোভ অবস্থান  তুলে দিয়ে আটজন কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার  করে।

No comments