কোলাঘাটে ড্রোন ক্যামেরার মাধ্যমে চলছে।নজরদারি
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: করোনা আতঙ্ক এখনো কাটছে না।বাড়ছে ক্রমশ এর সংখ্যাটা।প্রশাসনের তরফ থেকে চলছে প্রচন্ড সক্রিয়তার সঙ্গে করোনা দমনের চেষ্টা।তবে পূর্ব মেদিনীপুরের জেলাবাসীর কাছে কিছুটা স্বস্তির নিশ্বাস থাকলেও পুরোপুরি দমন না হওয়া পর্যন্ত আতঙ্ক থেকেই যাচ্ছে।তবে কোনভাবেই যে প্রশাসনিক নিয়মবিধি ভঙ্গ করা যাবেনা সে বিষয়ে স্পষ্ট।আর সে কারনেই কোলাঘাট ব্লকের বেশ কয়েকটি এলাকা প্রশাসনিক ভাবে লাল তালিকাভুক্ত।চলছে প্রশাসনিক নজরদারি। কোলাঘাটের আমলহান্ডা গ্রামপঞ্চায়েত এলাকা রেড জোন বা লাল তালিকাভুক্ত তাই প্রশাসনিক নজরদারি চললো ড্রোন ক্যামেরার মাধ্যমে।এদিন কোলাঘাটের প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে চললো বিশেষ নজরদারি।
No comments