রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর হাসপাতালে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসা রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর হাসপাতালে। ভগবানপুর থানার কুরালবাড় গ্রামের বাসিন্দা গোপাল সিং কে আজ সকালে ভগবানপুর হাসপাতালে নিয়ে যায় তার বাড়ির লোকজন। হাসপাতালে ঢোকানোর মুখেই মৃত্যু হয় ওই যুবকের। এর পরই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এলে হাসপাতালের মূল গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোকজন। ভগবানপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে হাসপাতালে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
No comments