পূর্ব বর্ধমানে দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোস্যাইটির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হল এলাকার সমাজসেবীদের
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: বিশ্বজুড়ে ছড়িয়েছে করোনা আতঙ্ক, আর এই ভাইরাসের কারণে কার্যত থমকে যাচ্ছে জীবনযাত্রা। পূর্ব বর্ধমানেও তার ব্যতিক্রম যায়নি,তবে অন্যান্য জায়গার তুলনায় বর্ধমানবাসী বেশ সচেতন। এরইমধ্যে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা ও জনপ্রতিনিধিরা যথাসম্ভব সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কিছু সংগঠন জীবনদায়ী ওষুধ, রক্তের প্রয়োজনে মানুষদের রক্ত, কখনোবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আবার কখনো কখনো রান্না করা খাবার বিতরণ করছেন সাধারণের মধ্যে। আজ এই সমস্ত স্বেচ্ছাসেবী জনদরদি মানুষের উত্তরীয়, পুষ্পস্তবক ও ড. রমজান আলীর লেখা একটি করে বই দিয়ে সম্বর্ধনা জানালেন দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা।
সোসাইটি সম্পাদক আমিরুল আলি জানান-" পূর্ব বর্ধমান জেলার যে সমস্ত জনপ্রতিনিধিরা দিবারাত্রি এক করে জনসেবায় নিজেদের নিয়োজিত করেছেন তাদের মধ্যে অন্যতম পূর্ব বর্ধমান জেলার আইএনটিসি সভাপতি ইফতেকার আহমেদ, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্রী অভিজিৎ ভট্টাচার্য ও জেলা পরিষদের সদস্য শ্রী বিশ্বনাথ রায় মহাশয় কে আমরা বর্তমান পরিস্থিতিতে তাদের জনসেবামূলক কাজের জন্য সম্বর্ধনা জানালাম। এবং আগামীতেও যে সমস্ত সংগঠনগুলি পূর্ব বর্ধমানের প্রতিনিয়ত সামাজিক কাজ করছেন তাদের আমরা সম্বর্ধনা জানাবো।
No comments