দক্ষিণ দমদম পৌরসভার বেদিয়াপাড়া অঞ্চলে খাবার বিতরণ করলেন দমদমের সাংসদ সৌগত রায়
সৌভিক সরকার, নিউজ অনলাইন: দক্ষিণ দমদম পৌরসভার বেদিয়াপাড়া অঞ্চল আজ নিজে হাতে সেনিটাইজ করলেন দমদমের সাংসদ সৌগত রায়। এছাড়া এদিন স্থানীয় দুঃস্থ মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দেন তিনি। যাদের কাছে মাস্ক নেই তাদের উন্নত মানের মাস্ক দেন তিনি। দমদম প্রয়াস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বেদিয়াপাড়া সহ দমদমের বিভিন্ন এলাকায় লকডাউনের শুরুর দিনগুলি থেকে স্থানীয় মানুষদের সাহায্য করে চলেছে। এই সংগঠনের উদ্যোগে বেদিয়াপাড়ায় টানা মধ্যাহ্নভোজ করানো হচ্ছে দুঃস্থ মানুষদের। তাদের নানান সুবিধা অসুবিধায় পাশে আছে এই সংগঠন। দমদম প্রয়াসের সমস্ত কর্মকান্ডের তদারকি করছেন দক্ষিণ দমদম পৌরসভার স্বাস্থ্য বিভাগের পুরপরিষদ সদস্য গোপা পান্ডে। তার আহবানে সাড়া দিয়ে এদিন হাজির হয়ে সংস্থার সমস্ত কর্মকান্ডের সাক্ষী থাকলেন দমদমের সাংসদ সৌগত রায়।
No comments