পূর্ব বর্ধমানের দুবরাজদীঘি দক্ষিণপাড়া এলাকায় দুই সমাজসেবী এগিয়ে এলেন খাদ্য সামগ্রী বিতরণে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: লকডাউন এর পর থেকে অসহায় মানুষদের সাহায্যার্থে রাজ্য সরকারের পাশাপাশি এগিয়ে আসছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও সাধারণ মানুষজন। কর্মহীন, অসহায় হয়ে পড়া মানুষগুলোর পাশে এবার এগিয়ে এলেন শেখ হালিম এবং সফিকুল ইসলাম নামে দুই সমাজ সেবক। পূর্ব বর্ধমান এর দুবরাজদীঘি দক্ষিণপাড়া এলাকায় 150 টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। পবিত্র কোরান তেলায়াতের মাধ্যমে সূচনা হয় এই বিতরণ অনুষ্ঠানের। কোরান তোলায়াত করেন বিশিষ্ট আলেম আব্দুল উহা। উপস্থিত ছিলেন বর্ধমান সদর সাউথ S.D.P.O আমিনুল ইসলাম খান, দুবরাজ দীঘি অতিথি সংঘের সভাপতি শেখ সানয়ার, এবং এই সংঘের সম্পাদক শেখ মানা, বর্ধমান গ্রিন হনটার ও স্টুডেন্ট গোলের সম্পাদক রাকেশ খান সহ অন্যান্যরা।
No comments