মাকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের
শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন: মাকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার সাফানগর এর ঘটনা। ডাইনি অপবাদে মাকে খুন করেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মৃতার নাম লক্ষী মার্ডি (60). অভিযুক্ত ছেলের নাম লক্ষীরাম হেমব্রম (43).
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে দেহ টেনে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী আত্রেয়ী নদীতে ফেলে দেওয়া হয়। যদিও এদিন সকাল হতেই অভিযুক্ত ছেলে কুমারগঞ্জ থানায় আত্মসমর্পণ করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাইনি অপবাদেই বিধবা মাকে পিটিয়ে খুন করে ছেলে। জানা গিয়েছে মাস দেড়েক আগে লক্ষ্মীরামের স্ত্রী আগুনে পুড়ে মারা যায়। তারপর মা লক্ষ্মী মার্ডির সম্বন্ধে ডাইনি অপবাদ দিতে শুরু করে ছেলে।
আজ সকালে আত্মসমর্পণের পর কুমারগঞ্জ থানার পুলিশ ছেলে লক্ষীরাম হেমব্রম কে নিয়ে মা লক্ষ্মী মার্ডির মৃতদেহ উদ্ধার করে সাফানগর আত্রেয়ী নদীর চর থেকে।
কুমারগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত ছেলের বিরুদ্ধে খুনের মামলা শুরু করেছে।
No comments