করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াল কোলাঘাট ব্লকের পুলশিটা নবারুন সেবা নিকেতন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ কোলাঘাট ব্লকের পুলশিটা নবারুন সেবা নিকেতনের উদ্যোগে আয়োজন করা হলো করোনা সম্পর্কীত একটি সচেতনতার অনুষ্ঠান। এদিন সরকারী নিয়ম বিধি মেনে ১৫০ মানুষজনদের নিয়ে আজ চলে এই শিবির।করোনা থেকে নিজেদের এড়িয়ে থাকার জন্য কিকি সাবধানতার প্রয়জন,সেবিষয়ে চলে আলোচনা সভা।এছাড়াও এদিন নিজেদের সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন রকম সাবান,ডিটার্জেন্ট থেকে শুরুকরে বিভিন্ন দ্রব্য তুলে দেওয়া হয়।সংস্থার সম্পাদক তুহিন চৌধুরী জানান,লকডাউনের পর মানুষ চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন।তাদের পাশে থাকার জন্য এই ছোট্টপ্রয়াস।তিনদিন ধরে চলবে এই সচেতনতার অনুষ্ঠান ও প্রয়জনীয় দ্রব্য বিলি।মোট ৫০০ মানুষের পাশে থাকার লক্ষ্য রয়েছে।আবারো কিছুদিন পর প্রয়াস নেওয়া হবে সাহায্যের।
No comments