Recent comments

ads header

Breaking News

নিজের উদ্যোগে ব্যাংকের সামনে চুন দিয়ে দাগ কেটে দিয়ে গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিলেন এই ব্যাক্তি

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: দেশজুড়ে করোনা ভাইরাস এর কারণে চলছে লকডাউন, ইতিমধ্যেই পুনরায় লকডাউন এর বর্ধিত সময় শুরু হয়ে গেছে, সাধারণ মানুষের জমানো টাকা শেষ বললেই চলে, এমতাবস্থায় জনধন প্রকল্প এর আওতায় যারা ব্যাংকে একাউন্ট খুলেছিলেন এবং গ্যাসের ভর্তুকি টাকা ব্যাংক একাউন্টের মাধ্যমে দেয়া হচ্ছে ,এ বার্তাটি সাধারণ মানুষের কাছে পৌছাবার পর বিভিন্ন ব্যাংক গুলিতে মানুষ ভির জমাচ্ছেন, প্রশাসনের বারবার সতর্ক করা সত্ত্বেও সাধারণ মানুষ কে সামাজিক দূরত্ব বজায় না রেখেই ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, কিন্তু আজ এক অন্য চিত্র দেখা গেল বিষ্ণুপুরের বেলিয়াড়া গ্রামের একটি ব্যাংকে, সেখানে হাবিবুর রহমান হাজারী নামে এক ব্যক্তি তার নিজস্ব তৎপরতায় গ্রাহকদের জন্য মাথার উপর একটি আচ্ছাদন, যাতে রোদ না লাগে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চুনের দাগ দিয়ে গ্রাহকদের দাঁড়াতে বলার আহ্বান জানাচ্ছেন, তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

No comments