Recent comments

ads header

Breaking News

লকডাউনে নিউটাউনে নিবেদিতা পল্লীর মানুষের পাশে এসে দাঁড়ালেন এক রাজমিস্ত্রী

সৌভিক সরকার, নিউজ অনলাইন: লকডাউনে নিউটাউনে নিবেদিতা পল্লীর মানুষের পাশে এসে দাঁড়ালেন এক রাজমিস্ত্রী। রাজমিস্ত্রীর কাজ করে জমানো টাকা দিয়ে চাল,ডাল, আলু, লবন এবং মাস্ক কিনে তুলে দেন দিনমজুর পরিবারের হাতে।


নিউটাউনের নিবেদিতা পল্লী, সারদা পল্লী, সন্তোষ পল্লী, ক্ষুদিরাম পল্লী মূলত উদ্বাস্তু মানুষের বাস। দিনমজুরের কাজ করে প্রত্যেকের পরিবার চলে। বাড়ির মহিলারা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে। লকডাউনের পর এই এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হলেও সমস্ত মানুষের কাছে পৌচ্ছায়নি এমনটাই অভিযোগ। অবশেষে খেটে খাওয়া  দিনমজুর মানুষের পাশে দাঁড়ালেন এলাকারই এক রাজমিস্ত্রী। নাম দিলীপ মন্ডল। পেশায় রাজমিস্ত্রি হলেও পাড়ার মানুষের সমস্যায় পাশে এসে দাঁড়ান তিনি। লকডাউনে এলাকার হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালেন তিনি। রাজমিস্ত্রীর কাজ করে জমানো টাকা দিয়ে চাল,ডাল, আলু, লবন এবং মাস্ক কেনেন তিনি। এলাকার যুবকদের সঙ্গে নিয়ে এলাকার দিনমজুর পরিবারের হাতে তুলে দেন তিনি। প্রায় সাড়ে চারশো দিনমজুর পরিবারের হাতে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

No comments