পূর্ব বর্ধমানের খণ্ডকোষ ব্লকে ব্যাক্তিগত উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে চলছে লকডাউন। এমন এক কঠিন সময়ে নিয়ম করে অসহায় দুস্থ দের পাশে দাঁড়াচ্ছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের এক সহৃদয় ব্যাবসায়ী রথীন রায়। আজ গরিব, অসহায় ব্যাক্তিদের উদ্দেশ্যে তৈরি করা খাবার বিতরণ করলো রথীন রায় নাম ওই ব্যাবসায়ী। আহারে ছিলো ভাত, ডাল, ফুলকপির সবজি, চাটনি, পাঁপড়, রসগোল্লা ইত্যাদি। আনুমানিক 185 জনের মতো মানুষের হাতে এই খাবার তুলে দেয়।
No comments