খন্ডঘোষ ব্লকের করিমপুর গ্রামে দুস্থদের মধ্যে বিতরণ করা হল খাদ্য সামগ্রী
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ বিধানসভার খন্ডঘোষ ব্লকের করিমপুর গ্রামের নেতৃত্বে 150 টি পরিবারের উদ্দেশ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত প্রধান হারু সাঁতরা সহ অন্যান্য রা।
No comments