শিলিগুড়িতে লকডাউন কড়াকড়ি করতে রাস্তায় নামলেন পুলিশ কমিশনার
নিউজ অনলাইন: বিশেষ নজর দিতে হবে শিলিগুড়িতে। লক ডাউন মানছে না শিলিগুড়িবাসী। কারনে অকারণে বেরিয়ে পড়ছেন রাস্তায়। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই শক্ত হাতে হাল ধরতে মাঠে খোদ শিলিগুড়ি পুলিশ কমিশনার ত্রিপুরারী অর্থব। এদিন শহর শিলিগুড়ির টিকিয়াপাড়ার কাছে বাজার পরিদর্শনে যান তিনি। এরপর গোটা এলাকা পরিদর্শন করেন। এবং ব্যবসায়ীদের সাথে ও কথা বলেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে হাটের দিন গুলোতে যাতে ভিড় না হয় সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি বেশ কিছু অস্থায়ী দোকান গুলোকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে। অপরদিকে এদিন সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি।
No comments