Recent comments

ads header

Breaking News

সরকারি লকডাউন বিধি মেনে চলার আবেদন নিয়ে এবার পথে নামলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট্রের সদস্যরা

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: চলছে লকডাউন,তবে সরকারী নিয়ম বিধি মেনে যেখানে বারংবার ঘোষনা করা হচ্ছে বাড়িতে থাকুন।সেখানে অনেক মানুষজনই সরকারী নিয়মবিধি না মেনেই রাস্তায় ঘোরাঘুরি করছেন।আর এইসমস্ত মানুষজনদের সচেতনতার জন্যই একেবারে ব্যতিক্রমিভাবে মানুষের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাম্ভনট্রাস্ট্রের সদস্যরা।তারা আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের প্ৰয়াগ গ্রামে একটি করোনা সচেতনতার অনুষ্ঠানের পাশাাপাশি করেন দুঃস্থ মানুষদের খাদ্যসামগ্রীদান।।তবে এদিন তাদের করোনা সতর্কতার পাশাপাশি মানুষজনদের দেওয়া হয় বাড়িতে বসে পরিবারের মানুষজনদের সাথে সময় কাটানোর উদ্দেশ্যে লুডো এবং ছোটরা বাড়িতে খেলে সময় কাটানোর জন্য বল।এদিন পয়াগ গ্রাম ও পর্শ্ববর্তী বহু মানুষজনদের ব্রাম্ভনট্রাস্ট্রের পক্ষ থেকে তুলে দেওয়া হয় লুডো ও বল।এমন এই অভিনব অনুষ্ঠানে রীতিমতো মানুষজনেরা খুশি। এদিন ১০০ দুঃস্থ মানুসজনদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাম্ভনট্রাষ্ট্রের কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।

No comments