করোনা মোকাবিলায় গ্রামবাসীদের মধ্যে ত্রাণ বিলি করতে যাওয়ার সময় তৃণমূলের উপপ্রধানের উপর গুলি চালালো দুষ্কৃতীরা
নিউজ অনলাইন: করোনার ত্রান বিলি করতে যাওয়ার পথে উত্তর ২৪ পরগণার বসিরহাটের সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদীন গাজীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুই দুষ্কৃতী। গুলি অল্পের জন্য লক্ষ্যভ্রুষ্ঠ হলেও গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন ওই দুই দুষ্কৃতীকে। এরপরই গণধওলাই চলে দুজনের ওপর। পরে হিঙ্গলগঞ্জ পুলিশ ও উপপ্রধানের উদ্যোগে উদ্ধার হয় ওই দুই দুষ্কৃতী। গণধোলাইয়ের ফলে গুরুতর জখম দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরফলে ওই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রের খবর, লকডাউনে এলাকার গরীব ও দু:স্থ মানুষদের মধ্যে ত্রান বিলি করার জন্য শুক্রবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে গ্রামের রাস্তায় যাচ্ছিলেন উপপ্রধান জয়নাল আবেদীন গাজী। অভিযোগ, আচমকাই দুজন মোটরবাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে তাঁদের বেধড়ক মারধর করে। মোটর সাইকেলটিও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। আহত দুই দুষ্কৃতীর নাম আশরাফ গাজী ও নুরুল ইসলাম সরদার। তাঁদের বাড়ি পাশের গ্রাম বাঁকড়ায়। কেন প্রকাশ্য দিবালোকে উপপ্রধান জয়নাল আবেদীনের উপর হামলা হল, সেটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে রাজনৈতিক কারণ নাকি পুরনো শত্রুতার জের বা ক্ষমতা দখলের লড়াই? সব মিলিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের জুনেও একবার সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদীন গাজীর ওপর হামলা চালানোর চেষ্টা হয়েছিল। সেবার তাঁকে না পেয়ে তাঁর বৃদ্ধা মাকেই গুলি করেছিল দুষ্কৃতীরা। এদিন গণধোলাইয়ের ঘটনায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ৫ জনকে আটক করেছে বলে জানা যাচ্ছে।
No comments