দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে গ্রামীন সড়ক যোজনার রাস্তা নিম্নমানের করার অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ
শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন: দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে শিবকৃষ্ণপুর থাকে ঢাকঢল পযর্ন্ত চার কিলোমিটার বাংলা গ্ৰামীন সড়ক যোজনার কাজ নিম্নমানের হওয়া পাকা রাস্তা কাজ আটকে দিলো গ্ৰামবাসীরা । কুশুমন্ডি ব্লকের কাকশা নয়াপাড়া এলাকার একমাত্র রাস্তা দীর্ঘদিন পর পাকা রাস্তার কাজ শুরু হলো দুই কোটি ১০ লক্ষ টাকা বরাদ্ধে। নিম্নমানের সামগ্ৰি দিয়ে কাজ কাজ করার অভিযোগ উঠে ঠিকাদার রতন সরকার এর বিরুদ্ধে।এই প্রসঙ্গে এক গ্ৰামবাসী সামিম হোসেন জানান লোকডাউন চলাকালীন বাংলা গ্ৰামিন সড়ক জোযনার পাকা রাস্তার কাজ বন্ধ ছিলো হঠাৎ আবার নতুন করে পাকারাস্তা কাজ শুরু করে দিয়েছে ঠিকাদার সংস্থা। নীন্মমানের সামুগ্ৰী দিয়ে পিচ ,কম দেওয়া পাকা রাস্তা উঠে যাচ্ছে বলে অভিযোগ।তাই পাকা রাস্তা কাজ বন্ধ করে বিক্ষোব এলাকাবাসিদের । এইপ্রসঙ্গে এলাকায় বাসিন্দা দইলোদ্দিন আহাম্মেদ জানান সঠিক পরিমানে রাস্তা নির্মানের সামগ্রী দিয়ে রাস্তায় কাজ যদি না হয়ে বাংলা গ্ৰামিন সড়োক যোযনা কাজ বন্ধ থাকবে। এমন কি ব্লক প্রশাসন সরকার শ্রীকৃষ্ণপুর ও কাকসা নয়াপাড়া এলাকায় খবর পেয়ে আসেন বাংলা গ্ৰামিন সড়ক জোযনার আধিকারিক,তিনি পাকা রাস্তার কাজ খতিয়ে দেখে তিনি জানান এই পাকা রাস্তায় পিচ এর পরিমাণ খুব কম দেওয়া হয়েছে, তাই গ্ৰামবাসি রাস্তার কাজ বন্ধ করে দেন। এই বিষেয় এলাকার বাসিন্দা রাজু ইসলাম তিনি জানান একটা হাই স্কুল ও অঙ্গনারী কেন্দ্র রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে তাই রাস্তার উপর নির্ভর প্রত্যহ হাজার এর উপর গ্রামবাসী। এই রাস্তা সঠিক জিনিস দিয়ে কাজ হচ্ছে না সাথে পিচ কম দেবার অভিযোগ তুলে বিক্ষোব ।
No comments