Recent comments

ads header

Breaking News

বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার

শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন: বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীতলা এলাকায়। পুলিশি সূত্রে খবর মৃতা ওই মহিলার নাম কুসুমি চৌহান (৫৬)। জানা গেছে গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপক চৌহান পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।  তার বাড়িতে রয়েছে  স্ত্রী সহ ২ ছেলে বৌমা ও নাতি।   পরিবার সূত্রে খবর প্রতিদিনের মতো রবিবার রাতেও খাওয়া দাওয়া করে নিজের ঘরের  মেঝেতেইঘুমিয়ে ছিল কুসুমি দেবী ও স্বামী দীপক চৌহান। রাত্রি ১১টা নাগাদ বিছানার মধ্যে ঢুকে যায় বিষধর সাপ,সাপটি কুসুমি দেবীর দুই হাতে ছোবল মারে। এরপরে কুসুমি দেবীর চিৎকারে ছুটে আসে পরিবারের সদস্যরা। এরপরে তাকে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেসলিটি হাসপাতালে। বাইট লীলা চৌহান (বৌমা)  গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছিল কুসুমি দেবীর। এরপরে সোমবার সকালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় কুসুমি দেবীর।ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকা জুড়ে। বাইট ছেলে বিজয় চৌহান  ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।এই বিষয়ে গ্রামবাসী উত্তম চৌহান জানান।

No comments