কোলাঘাট ব্লকের সাগড়বাড় বান্ধব সত্যেশ্বর বিদ্যাভবনের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: রবিবার কোলাঘাট ব্লকের সাগড়বাড় বান্ধব সত্যেশ্বর বিদ্যাভবনের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে করোনার কারনে সংকটকালীন সময়ে দুঃস্থ মানুষদের পাশে থাকার উদ্দেশ্যে তুলেদেওয়া হয় খাদ্যসামগ্রী।এদিন চাল,ডাল,আলু সহ বিভিন্ন খাদ্য উপকরন সামগ্রী ১৫০ জনকে তুলে দেওয়া হয়।নির্দিষ্ট সামাজিক দূরত্বের নিয়ম অনুসারে মানুষজনদের হাতে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এইসমস্ত সামগ্রী তুলে দেন।সংস্থার তরফ থেকে জানানো হয়,আবারো আগামী সপ্তাহে এলাকার দুঃস্থ মানুষদের আবারো সহযোগিতার হাত তারা বাড়িয়ে দেবে।
No comments