বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্ত্তীর উদ্যোগে পিপিই কিট তুলে দেওয়া হল বেশ কিছু বেসরকারি হাসপাতালের হাতে
সৌভিক সরকার, নিউজ অনলাইন: বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী কয়েকজন সহৃদয় ব্যক্তির সাহায্যে ৫০০টি PPE কিটস তুলে দিলেন চারটি বেসরকারি হাসপাতালকে ১০ টি করে কিটস এবং বিধাননগর মহকুমা হাসপাতালকে ১০টি কিটস এবং বিধান নগর পৌরনিগমের সাফাই কর্মী এবং স্বাস্থ্যকর্মীদেরকে PPE কিটস তুলে দেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে অক্লান্ত পরিশ্রম করে করোনা মোকাবিলা করার চেষ্টা করছে তারই ছোট্ট প্রয়াস এই প্রদানের মাধ্যম দিয়ে করার চেষ্টা করলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এছাড়াও সল্টলেকের প্রবীণ নাগরিকদের খেয়াল রাখা, নিত্য প্রয়োজনীয় জিনিস যথাযথ সম্ভব তাঁদের হাতে তুলে দেওয়া এমনকি লকডাউন এর জন্য যারা আটকে পড়েছেন তাদের তৈরি করা খাবার এবং কাঁচা খাদ্য সামগ্রী দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী।
No comments