ভিক্ষুকদের খাদ্য সামগ্রী প্রদান রাজদূত ব্যায়ামাগারের
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
ভিক্ষে করেই জীবন ধারন করেন এরা ।কাঁথি শহরের বিভিন্ন প্রান্তে বসবাসকারী এই মানুষেরা সমস্যায় পড়েছেন।করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সারা দেশ জুড়ে লকডাউন ঘোষনা করেছে কেন্দ্র সরকার।বন্ধ দোকান বাজার। ফলে লকডাউনের জেরে উপার্জন বন্ধ এই মানুষ গুলোর।ভিক্ষুক এই মানুষ গুলোর পাশে নিজেদের যথাসম্ভব সাধ্য নিয়ে পাশে দাঁড়ালো রাজদূত ব্যায়ামাগার ।বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় প্রায় ৩০ জনের হাতে চাল-ডাল-আলু-সোয়াবিন ও স্যানিটাইজার তুলে দেওয়া হয় ।তুলে দেন ক্লাবের সভাপতি ডা:শ্রীমন্ত জানা ও কোষাধ্যক্ষ রাজনন্দিনী নন্দ ।ক্লাব সভাপতি জানিয়েছেন নিজেদের সদস্য ও কয়েক শুভানুধ্যায়ীর থেকে সাহায্য নিয়ে সেই অর্থে এই মানুষদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে
No comments