এক ব্যক্তির শরীরে করোনা পজিটিভ মেলায় সিল করে দেওয়া হল দক্ষিণ দমদম পুরসভার ২৫ নং ওয়ার্ড
সৌভিক সরকার, নিউজ অনলাইন: দক্ষিণ দমদম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি ভাড়া থাকতেন। করোনা পজিটিভ হওয়ার কারণে ওই এলাকাকে অতি স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আধিকারিকরা। ওই এলাকায় নিশ্চিত নিরাপত্তা জন্য পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে আসেন গোটা এলাকা পরিদর্শন করেন। পুরো এলাকাটা কে ব্লক করে দেয়া হয়েছে এবং এই এলাকা থেকে যাতে পাশের পাড়ায় না যায় সেই কারণে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ দমদম পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই এলাকায় থাকবে। কোনরকম প্রয়োজন হলে ফোন নাম্বার দিয়ে যাচ্ছে পৌরসভার আধিকারিকরা। সেখানে ফোন করলেই সমস্ত রকম পরিষেবা দিয়ে আসা হবে। কিভাবে গোটা এলাকাকে নিশ্চিতভাবে নিরাপত্তা ঠিকঠাক করা যায় সেই সমস্ত তদারকি করতে পুলিশ কমিশনার নিজে আসেন।
No comments