Recent comments

ads header

Breaking News

বালুরঘাটের রেনেসাঁস ক্লাব-এর পক্ষ থেকে প্রায় ২০০ দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী

শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন,বালুরঘাট:  বালুরঘাটের রেনেসাঁস ক্লাব-এর পক্ষ থেকে শনিবার প্রায় ২০০ দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হল খাবার সামগ্রী। এদিন সকাল হতেই  দিন আনা দিন খাওয়া অসহায় মানুষরা কূপন হাতে খাদ্য সামগ্রী নেওয়ার জন্য উপস্থিত হন বিশ্বাস পাড়া এলাকার রেনেসাঁস ক্লাবের সামনে। এরপর ক্লাব সদস্যরা তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখবার জন্য নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়ে একে একে প্রত্যেকের হাতে তুলে দেন খাদ্য সামগ্রীর প্যাকেট। জানা গেছে এদিন প্রদান করা খাদ্য সামগ্রীর মধ্যে চাল, আলু, সোয়াবিনের প্যাকেট ও তেলের প্যাকেট তুলে দেওয়া হয় দুঃস্থ মানুষদের মধ্যে। এও জানা গেছে খাদ্য সামগ্রী প্রদানের জন্য ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থাও। প্রথমে বিশ্বাসপাড়া সহ বালুরঘাট শহরের একাধিক দুঃস্থ পরিবারগুলিকে চিহ্নিত করে তাদেরকে ক্লাবের সদস্যরা খাদ্য সামগ্রী সংগ্রহ করার জন্য কূপন প্রদান করেন এবং যার পরে এদিন ক্লাবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় দুঃস্থ পরিবারগুলির হাতে। প্রসঙ্গত উল্লেখ যে করোনা মোকাবিলায় লক ডাউন পরিস্থিতিতে বালুরঘাটের রেনেসাঁস ক্লাবের এহেন মানবিক উদ্যোগ প্রত্যক্ষ করে ইতিমধ্যেই বিশ্বাস পাড়া এলাকার একাধিক মানুষ রেনেসাঁস ক্লাবের এহেন উদ্যোগের সাথে নিজেদেরকে সামিল করতে এগিয়ে আসতে শুরু করেছেন বলে রেনেসাঁস ক্লাব সূত্রে খবর। এদিন রেনেসাঁস ক্লাব-এর পক্ষে ক্লাব সদস্য মলয় বিশ্বাস বলেন

No comments