নিজের জন্মদিনে পাওয়া টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দিল তৃতীয় শ্রেণীর ঐশী
সৌভিক সরকার, নিউজ অনলাইন: দেশজুড়ে করোনার পরিস্থিতি টিভিতে দেখে করণা রোগীদের চিকিৎসার জন্য জন্মদিনে পাওয়া টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল তৃতীয় শ্রেণীর ছাত্রী ঐশী মিত্র। শুক্রবার বাবা মাকে সঙ্গে নিয়ে বনগাঁ মহকুমা শাসকের অফিসে এসে শাসকের হাতে দেড় হাজার টাকা তুলে দেয় ঐশী।
ঐশীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার ঐশী সাত বছরে পা দিয়েছে। লকডাউন এর কারণে ঘরে বসেই ছোট করে জন্মদিন পালন করেছে তার পরিবার। বাবা-মা আত্মীয়রা তাকে বাজার খুললে খেলনা কেনার জন্য টাকা দিয়েছিল। মোট দেড় হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে ঐশী। এর পরেই বাবা পল্লব মিত্র মা ও মেয়েকে নিয়ে মহকুমাশাসকের অফিসে এসে হাজির হন।
ঐশী বলে টিভিতে দেখেছি মুখ্যমন্ত্রী সাহায্য করার কথা বলছে তাই ওনাকে করো না রোগীদের জন্য টাকা দিলাম।
মহকুমার শাসক কাকলী মুখোপাধ্যায় বলেন" ছোট্ট শিশু কন্যা কোন যুদ্ধে আমাদের সঙ্গে সামিল হলো তার জন্মদিনের পাওয়া টাকা নিয়ে।
No comments